রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২১ ১০:৩০ : পূর্বাহ্ণ
ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ১৮শ’র মতো মানুষ এতে আহত হয়েছে। এই ভূমিকম্পে গির্জা ও হোটেলসহ বহু ভবন পুরো ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সকালে এই ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, নিহত ৩০৪ জনের মধ্যে বেশিরভাগই দেশের দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন।
উদ্ধারকর্মীরা শত শত মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছেন এবং এখনও আহত মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ চলছে।
প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি সারা দেশে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানিয়েছেন, হাসপাতালগুলোতে আহত মানুষের স্থান সংকুলান হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী হেনরি জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতির প্রকৃত চিত্র সামনে না আসা পর্যন্ত তিনি আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন না। কোনো কোনো ছোট শহর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে ৭ মাত্রার ভূমিকম্পে লাখো মানুষের মৃত্যু হয়েছিল হাইতিতে।