শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

কাবুলের কাছে তালেবান, রাতভর গোলাগুলি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২১ ১১:১৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাতভর গোলাগুলির শব্দ। চারদিকে বারুদের গন্ধ। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। এক অবর্ণনীয় অবস্থার সৃষ্টি হয়েছে পুরো আফগানিস্তানে। তালেবানরা পৌঁছে গেছে রাজধানী কাবুলের খুব কাছাকাছি। কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছেন মোল্লা ওমরের উত্তরসূরীরা।

শুক্রবার (১৩ আগস্ট) লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের মধ্য দিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তালেবান যোদ্ধারা মোট ১৮টি প্রদেশ দখল করেছে। তাদের দখলকৃত সর্বশেষ প্রদেশ হলো জাবুল। আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে যাওয়ার শেষ মুহূর্তে দেশটির সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তালেবান যোদ্ধারা ঝড়ের গতিতে একের পর এক এলাকা দখল করে চলেছেন।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার দেশের দূতাবাসকর্মী, নাগরিকদের উদ্ধারে অতিরিক্ত সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিলেও আতঙ্কিত অন্যান্য দেশ। তারা এরই মধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। কূটনীতিকদের তড়িঘড়ি আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে থাকা নথি ও সরঞ্জামসহ স্পর্শকাতর সবকিছু নষ্ট করে দিতে কর্মীদের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির কারণে কাবুলে দূতাবাস সাময়িক বন্ধ করে দিয়েছে ডেনমার্ক ও নরওয়ে। ন্যূনতম কর্মী নিয়ে খোলা আছে জার্মানির দূতাবাস।

দূতাবাসের ১৩০ কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আফগানিস্তানে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কাবুলে স্বল্পসংখ্যক সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য ও কানাডার সরকার।

একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিস্থিতি যেমন হয়, এই মুহূর্তে আফগানিস্তানে ঠিক সেই অবস্থা।

বিবিসি বলেছে, শুক্রবার তালেবানরা রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

তবে আজ শনিবার (১৪ আগস্ট) সকালে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে, এই দূরত্ব আরো কমে গেছে।

এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, এতে বেসামরিক মানুষকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরই মধ্যে কমপক্ষে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর