নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ
চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
আজ শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীন থেকে এসব টিকার চালান নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
এ নিয়ে চীন সরকারের উপহারের ২১ লাখ ডোজ টিকা দেশে এলো।
এর আগে ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন,‘বাংলাদেশের মানুষকে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে।’
গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে পোঁছায়। আর আজকে তৃতীয় দফায় আসলো চীনা উপহারের ১০ লাখ টিকা।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।
কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা।
উপহার ছাড়াও চীনের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার বাণিজ্যিক চুক্তি করে বাংলাদেশ। চীনের কাছ থেকে আরও ছয় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করেছে সরকারি এ বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।