মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪ | ৪ আষাঢ়, ১৪৩১ | ১১ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

৫ দিনে আফগানিস্তানের ৮ প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আফগানিস্তানের আরও একটি প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। এ নিয়ে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীটির হাতে আটটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ চলে এসেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এটিসহ আটটি প্রদেশের রাজধানী তালেবান দখল করে নিল। এদিন ফারাহ প্রদেশের রাজধানীও দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।

পুল-ই-খুমরির একজন সেনা কর্মকর্তা এবং পার্লামেন্টের একজন সদস্য এএফপিকে বলেন, মঙ্গলবার কাবুলের ১২৫ মাইল উত্তরে অবস্থিত বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখলে নেয় তালেবান।

সংসদ সদস্য মামুর আহমাদজাই বলেন, দুই ঘণ্টার লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরাজিত হয়ে পালিয়ে যান।

ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বলেন, মঙ্গলবার বিকালে তালেবানের সদস্যরা ফারাহ শহরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সামান্য সংঘর্ষ হয় তাদের। এর পর তারা গভর্নরের কার্যালয় এবং পুলিশ হেডকোয়ার্টার দখলে নেয়।

সংসদ সদস্য আবদুল নাসরি ফারাহি বলেন, তালেবান প্রদেশের কেন্দ্রীয় কারাগার দখলে নিয়েছে।

ফারাহ হচ্ছে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার দখল নিল তালেবান। এর আগে গত শুক্রবার তালেবান নিমরোজ প্রদেশের রাজধানীর দখল নেয়।

এর আগে সামানগান, নিমরোজ, জাওযজান, কুন্দুজ, সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি।

এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর