শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

‘রিজভীর আরও চিকিৎসার প্রয়োজন’, পাল্টা দিলেন তথ্যমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২১ ৪:৩১ : অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাল্টা জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘রুহুল কবির রিজভীর আরও চিকিৎসা দরকার। রিজভী সুস্থ হয়ে যে সব বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হয় তার আরও চিকিৎসার প্রয়োজন।’

আজ (১১ আগস্ট) বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার (৯ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন, ‘তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কানেও কম শুনেন এবং চোখেও কম দেখেন। তারা মিথ্যার ওপর দাঁড়িয়ে জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। আজকে বলা হচ্ছে গণটিকা অভিযান চলছে। কিন্তু গণমাধ্যমে খবর আসছে দীর্ঘ লাইনেও মিলছে না করোনার টিকা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘রিজভী সাহেব দীর্ঘদিন অসুস্থ থেকে সুস্থ হয়ে ফিরে আসাতে আমরা স্বস্তি পাচ্ছি। তবে তার বক্তব্যে মনে হয় তিনি পুরোপুরি সুস্থ হননি। করোনার টিকা দেওয়ার শুরু থেকেই বিএনপি নানাভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। যখন গণটিকা শুরু হলো তখনো বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছে। এখন রিজভী সাহেবও একই ধরনের বক্তব্য রাখছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের সব দেশে গণটিকা দেওয়া হচ্ছে। বিএনপি নেতারা এর বিরোধিতা করছেন। এটা জনস্বার্থবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। রুহুল কবির রিজভী অ্যাস্ট্রাজেনেকার টিকার বিরুদ্ধে বলেছেন। তিনি মডার্নার টিকা নিয়েছেন। সরকার তো দুটোই সংগ্রহ করেছে।’

হাছান মাহমুদ বলেন, ‘গবেষক ও চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা অনেক বেশি ভালো এবং কার্যকর। যা ভারতের ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো কাজ করেছে। বলা হয় ৯২ শতাংশ কার্যকর। ভারতের ১০ কোটি মানুষকে এই টিকা দেওয়া হয়েছে এবং তাদের দেশে করোনা সংক্রমণ এক শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্র রচনা করে গেছেন। বাঙালি জাতি সত্তার উম্মেষ ঘটেছে দুই হাজার বছর আগে। যদিও এ নিয়ে নানা মতভেদ রয়েছে। সুতরাং বাঙালি জাতিসত্তা উন্মেষের পর অনেক বাঙালি রাজা থাকলেও স্বাধীন ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন। যার ডাকে সাড়া দিয়ে মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর