নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২১ ৪:২০ : অপরাহ্ণ
চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তার হওয়ার পর গত ৫ দিন ধরে তার শরীরের কাপড় চেঞ্জ করা না করা নিয়ে আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি যুক্তিতর্ক হয়।
আজ (১০ আগস্ট) মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালতে রিমান্ড শুনানির সময় পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।’
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‘কাপড় চেঞ্জ না করা পরীমনির একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।’
এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘পরীমনিকে কাপড় দেয়া হয়েছে। সে এখানে আসার আগে এ কাপড় পরেছেন। এর আগে সে অন্য কাপড় (টি-শার্ট) পরেছেন।’
চিত্রনায়িকা পরীমনিকে আজ মাদক মামলায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড আদেশ দেন আদালত।
দুই দিনের রিমান্ডের আদেশ শোনার পর আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন পরীমনি। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় মাস্ক খুলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আপনারা মিডিয়া কী করছেন? সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন।’
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে পরীমনিকে আদালতে নিয়ে আসা হলে তাকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত মানুষ ভিড় জমায়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
পরীমনির সঙ্গে এজলাসে প্রবেশ করেন তার নানা শামছুল হক গাজী।
আরও পড়ুন:
https://rajnitisangbad.com/2021/08/10/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf/