সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

লকডাউন ধাপে ধাপে শিথিল হচ্ছে বুধবার থেকে


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২১ ৩:২০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলমান কঠোর লকডাউন আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ (৮ আগস্ট) রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ১১ আগস্ট থেকে ধাপে ধাপে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। যদিও শনাক্তের হার কমছে, কিন্তু মৃত্যুর হার দুই শতের উপরে আছে। বিষয়টি অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করবো, সেটি নিয়ে আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাবো। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আজ বা কাল সকালে হয়তো প্রজ্ঞাপন দিতে পারবো।’

লকডাউন শিথিল করা হলে দীর্ঘদিন পর রাস্তায় গাড়ি চলাচল করবে, খুলবে দোকানপাট ও শপিংমল এবং অফিস-আদালত।

স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু দোকানপাট খুলতে হবে, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আমাদের জোর থাকবে। গতকাল থেকে গণটিকা চালু করেছি। এটি ১২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আমরা চাইবো সবাই যেন মাস্ক পরে।’

করোনার সংক্রমণ কমাতে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য লকডাউন তুলে নেওয়া হয়। গত ২৩ জুলাই থেকে আবার ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়। যা ৫ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। তবে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তা আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর