নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২১ ১১:৪৫ : পূর্বাহ্ণ
৭ আগস্ট সারা দেশের ১৫ হাজারের বেশি টিকাদান কেন্দ্রে প্রায় ৩২ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে। এরপর ১৪ আগস্ট থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের পরিকল্পনা ছিল ৭ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে ১ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া। কিন্তু টিকা স্বল্পতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত শুধু ৭ আগস্ট একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
পরিকল্পনা মাফিক এক সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে।
এ বিষয়ে গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা স্বল্পতার কারণে সীমিত করা হয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কোভিড-১৯ পর্যালোচনাসংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভা শেষে গত মঙ্গলবার সরকারের টিকার মজুত জানতে চাওয়া হয় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের কাছে। তিনি বলেন, ‘আমাদের হাতে সোয়া কোটি টিকা আছে। এ মাসে আরও ১ কোটি টিকা এসে পৌঁছাবে।’
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও জাপান মিলিয়ে মোট টিকা এসেছে ২ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯২০টি। এ পর্যন্ত দেশের ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ জন করোনা টিকার আওতায় এসেছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯ হাজার ৯৫৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন। এর মধ্যে বুধবার এক দিনে সারা দেশে টিকা নিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৮৩ জন।