শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

র‌্যাব সদর দপ্তরে পরীমনি



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২১ ৮:২৮ : অপরাহ্ণ

চিত্রনায়িকা পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মাদক উদ্ধারের পর তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার করা মাদকও একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে তাকে নিয়ে বের হন র‍্যাব সদস্যরা।

এর আগে আজ বিকেল সাড়ে ৪টার দিকে পরিমনির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

পরীমনির বাসায় প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও মদ পায় র‌্যাব। তার ফ্ল্যাটের কেবিনেট থেকে ভয়ংকর নতুন মাদক এলএসডি ও আইস জব্দ করা হয়।এছাড়া তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে।

পরীমনির বাসায় ঢুকে বিস্মিত হন র‌্যাব সদস্যরা। তারা দেখেন, বাসার ভেতরে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ব্রান্ডের মদের বোতল। দেখে মনে হচ্ছিল, পরীমনির বাসাটা যেন ছোটখাটো একটা মদের বার।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, পরীমনির বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে মদ পাওয়া যায়নি। তার বাসা থেকে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের যেসব মদ জব্দ করা হয়েছে তা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।

পরীমনির বাসা থেকে মদ ও মাদক উদ্ধার

অভিযানের আগে যখন আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে, তখনই পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, বাসার দরজায় র‌্যাব পরিচয়ে কে বা কারা ধাক্কা-ধাক্কি করছেন।

লাইভে থেকেই তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও পুলিশ কর্মকর্তাদের ফোন দেন। তিনি গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চান এবং তাকে রক্ষা করার আকুতি জানান। এ সময় তিনি নিজেকে বাঁচাতে কান্নাকাটি করেন।

লাইভে শোনা যায়, দরজায় দাঁড়িয়ে থাকা লোকজন বলছিল- ‘ঘরে আসতে দেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’

লাইভের ৩০ মিনিটের সময় পরীমনি দরজা খুলতে যান। সে সময় বাইরে থাকা লোকজনের কাছে পরীমনি জানতে চান, ‘আপনারা কারা?’

তখন ওপাশ থেকে বলা হয়, ‘আমরা র‍্যাব সদর দপ্তর থেকে এসেছি। আপনাকে বলা হচ্ছে, দরজা খোলেন, কিন্তু আপনি আমাদের অসহযোগিতা করছেন। আপনি লাইভটা প্লিজ কেটে দেন।’

তখন পরীমনি বলেন, ‘কেন লাইভ কেটে দিতে হবে? আপনারা মোবাইল নিয়ে নিচ্ছেন কেন?’ সে সময় র‍্যাব থেকে বলা হয়, ‘আমরা আইনানুগভাবেই এগুলো নিচ্ছি।’

সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর এবং কথিত মডেল পিয়াসা ও মৌ কে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় এ অভিযান চালানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর