নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২১ ৭:৪৫ : অপরাহ্ণ
র্যাবের অভিযানে আটক আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নাসির ইউ মাহমুদ। মিথ্যা অপবাদ, সম্মানহানি ও পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু বিষয়ে পরীমনির বিরুদ্ধে যেকোনো সময় তিনি রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
পরীমনির বাসায় র্যাবের অভিযানের মধ্যে আজ (৪ আগস্ট) বুধবার বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত ১৩ জুন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন তিনি।
ওই দিন রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের পরীমনি জানান, গত ৯ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সঙ্গে তিনি আশুলিয়ার একটি ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন।
এর পর ১৪ জুন পরীমনি সাভার থানায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদ ও অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। মামলার পরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন নাসির।
গত ১ জুলাই জামিনে কারাগার থেকে মুক্তি পান নাসির ইউ মাহমুদ। শুরু থেকেই তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
পরীমনির বাসায় র্যাবের অভিযানের সময় নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমার সম্পর্কে সে (পরীমনি) মিথ্যার আশ্রয় নিয়েছিল, যা সত্য নয় তা বলেছিল। ভিডিও ফুটেজ এবং তার কথাবার্তা সব কিছুতেই অসঙ্গতি ছিল। বাস্তবে এর কোনো মিল ছিল না। এই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে জনসম্মুখে সে হেয় করেছে। আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই মিশে গেছে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে। আমি অবশ্যই তার বিরুদ্ধে মামলা করবো।’