শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

অজি শিবিরে বাঘের থাবা, স্বপ্নের জয়



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২১ ৯:৩৫ : অপরাহ্ণ

বল হাতে একের পর এক চমক দেখান তরুণ বোলার নাসুম আহমেদ। চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন তিনি। দুর্দান্ত নাসুমের ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই করেছে বাজিমাত। ক্যাঙ্গারু শিবিরে বসিয়ে দিয়েছে বাঘের থাবা। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে স্বপ্নের জয় তুলে নেয় লাল-সবুজের দল।

অসিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের প্রথম জয়। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

আজ (৩ আগস্ট) মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ।

সহজ টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হয়ে ১০৮ রানে অলআউট হয় অসিরা। শুরুতেই তিন টপ অর্ডারকে হারায় অস্ট্রেলিয়া।

সফরকারিদের শিবিরে প্রথম আঘাত আনেন মেহেদী হাসান। সেই পথ ধরে উইকেট পান নাসুম আহমেদ। এর পর বাংলাদেশের পক্ষে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান।

দ্রুত তিন উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড।

চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন।

অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করে মিসেল মার্শ আউট হলে লেজের ব্যাটসম্যানরা আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ১০৮ রানে অলআউট হয় অসিরা।

এর আগে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হতাশ করেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবাল ও লিটন দাসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাটিং নিয়েই আশায় ছিল বাংলাদেশ। কিন্তু সেই সৌম্য পারলেন না দায়িত্ব নিতে। ইনিংসের চতুর্থ ওভারে জশ হেইজেলুডের করা বল জায়গা এনে টাইমিং ঠিক করতে চেয়েছিলেন সৌম্য। মূলত স্টাম্প ঘেসে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল লেগে যায় স্টাম্পে। ৯ বলে দুই রান করে ফিরে যান সৌম্য। ১৫ রানে ভাঙে ওপেনিং জুটি।

তবে সৌম্য ফিরলেও বাংলাদেশকে কিছুটা ভালো শুরু এনে দেন আরেক ওপেনার নাইম। মিচেল স্টার্কের বলে ছক্কা মারা নাঈমকে শুরু থেকে আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল। ভালো ছন্দে ছোটা নাঈম ব্যর্থ হলেন ষষ্ঠ ওভারে। অ্যাডাম জাম্পার বলে বাজে শট খেলতে গিয়ে আউট হয়ে যান নাঈম।

এই দুইজনকে হারিয়ে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব। কিন্তু তাড়াহুড়া করে খেলতে গিয়ে মাহমুদউল্লাহ ব্যক্তিগত ২০ রানে হ্যাজেল উডের বলে সাজঘরে ফিরেন। এরপর সাকিব ৩৬, নুরুল হাসান ৩ ও শামীম হাসান ৪রান করে আউট হন।

১০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ৫৮। পরে আর রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ। এরপর শেষের দিকে আফিফের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ১৩১ রানে থামে বাংলাদেশ। ১৭ বলে ২৩ রান করেন আফিফ।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ২৪ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হেইজেলউড। স্টার্ক নেন দুটি উইকেট। সমান একটি করে উইকেট নেন টাই ও অ্যাডাম জাম্পা।

আগামীকাল বুধবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর