শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে মিয়ানমারে জরুরি অবস্থা বাড়ালেন সেনাপ্রধান



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ আগস্ট, ২০২১ ১:০১ : অপরাহ্ণ

মিয়ানমারে চলমান জরুরি অবস্থা আগামী ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়িয়ে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন সামরিক অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণকারী জেনারেল মিন অং হ্লাইং। জাতির উদ্দেশে দেয়া ভাষণে সেনাপ্রধান জানান,আগামী দু’বছরের জন্য তিনি মিয়ানমারের প্রধানমন্ত্রী হিসেবে শাসনকার্য চালাবেন। দু’বছরের মধ্যে অর্থাৎ ২০২৩ সালে মিয়ানমারে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার এসব তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশজুড়ে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে জানিয়ে জেনারেল হ্লাইং বলেন, ‘বিভিন্ন দলের অংশগ্রহণে নির্বাচনের অঙ্গীকার করছি আমি।’

ভাষণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, ‘২০২৩ সালের আগস্টের মধ্যে দেশে জরুরি অবস্থা তোলা হবে।’

মিয়ানমারে নিয়োগ পেতে যাওয়া আঞ্চলিক দূতের সঙ্গে তার প্রশাসন একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান জেনারেল হ্লাইং।

তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের নিয়োগ করা যেকোনো বিশেষ দূতের সঙ্গে কাজ করতে আগ্রহী আমার প্রশাসন।’

গত বছরের নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ আনে সেনাবাহিনী।

এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকার হটিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা কুক্ষিগত করে তারা।

ওই দিনই আটক করা হয় প্রেসিডেন্ট উইন মিন্ট, শান্তিতে নোবেলজয়ী নেতা অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বেশ কয়েক নেতাকে। জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা।

এর ঠিক ছয় মাস পর তত্ত্বাবধায়ক সরকার গঠন ও জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর ঘোষণা এলো।

সেনাবাহিনীর জোর করে ক্ষমতা দখলের প্রতিবাদে এরপর থেকেই বিক্ষুব্ধ আন্দোলন চলছে দেশটিতে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের (এএপিপি) হিসাব বলছে—মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ছয় হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছে ৯৩৯ জন।

তবে, মিয়ানমারের সামরিক বাহিনী শুরু থেকেই এএপিপির দেওয়া নিহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

সূত্র: রয়টার্স ও বিবিসি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর