নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২১ ৬:২৬ : অপরাহ্ণ
আগামী ১ আগস্ট (রোববার) থেকে রফতানিমুখী সব শিল্পকারখানা খুলে দিচ্ছে সরকার।
আজ শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
উল্লেখ্য, ২৩ জুলাই কঠোর লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্পকারখানা। তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্পকারখানার মালিকরা।
মন্তব্য করুন