নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২১ ১:১৫ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে এক দিন পরই করোনাভাইরাস শনাক্তের আবার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।এখন পর্যন্ত এটি চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ সময় করোনায় সংক্রমিত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭.৩৬ শতাংশ।
শনাক্ত রোগীদের মধ্যে ১০৮৫ জন নগরীর ও ৩৮১ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৫ জন নগরীর ও ৪ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৮১ হাজার ২১৭ জন। এর মধ্যে ৬০ হাজার ৯০৭ জন নগরীর ও ২০ হাজার ৩১০ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ৯৫৮ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৭৪ জন ও উপজেলার ৩৮৪ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।