রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ
বাস পথিমধ্যে নষ্ট হয়ে যাওয়াতে বাসে থাকা ক্লান্ত শ্রমিকরা রাস্তায় ঘুমাচ্ছিলন। এসময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটিকে। তখন রাস্তায় ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয় বাসটি। এতে ১৮ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া আরও ২৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ভারতের উত্তরপ্রদেশের বারাবঁকীতে অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে। খবর এনডিটিভির।
জানা গেছে, ওই শ্রমিকরা বিহারের বাসিন্দা।
পুলিশ জানায়, ওই বাসটি ১৪০ জন শ্রমিক নিয়ে হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিলো। রাত ৮টার দিকে লখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে যান্ত্রিক ত্রটি দেখা দেয় বাসটিতে। এ সময় মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল বাসটি। তখন বাসটির যাত্রী শ্রমিকরা বাসের সামনে রাস্তায় ঘুমাচ্ছিলেন। সেই সময়ই এই ভয়ানক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা সত্য নারায়ণ সাবাত জানিয়েছেন, আহত শ্রমিকদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই দুর্ঘটনার পর বেশ কয়েকজন শ্রমিকের দেহ বাসের নিচে আটকে যায়। এখন সেই শ্রমিকদের দেহ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।