শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২১ ৮:৪০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর দারুস সালাম থানার সামনে বালুর ব্যবসা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রামদা, হকিস্টিক, বাঁশ, লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের অন্তত পাঁচ শতাধিক সদস্য সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়।

বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দারুস সালাম থানা থেকে কয়েকশ গজ সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দারুস সালাম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলাম গ্রুপ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা নাবিল খান গ্রুপের মধ্যে বালুর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে প্রায় সময় দু’পক্ষের মধ্যে দখল-পাল্টা দখলের ঘটনা ঘটতো। এ নিয়ে দু’পক্ষের কর্মী-সমর্থকরা আজ বিকেলে সংঘর্ষে লিপ্ত হয়।

ঘটনাস্থালে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারেনি।

স্থানীয় বাসিন্দা ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ইট বালুর এ ব্যবসাটি আমার ছিল। স্বেচ্ছাসেব লীগের ইসলাম কিছু দিন আাগে আমার কাছ থেকে জোর করে এ ব্যবসা ছিনিয়ে নেয়। আজ আবার আমার লোকজনের ওপর হামলা করেছে।

দারুসসালাম থানার ফাঁড়ির ইনচার্জ শারিফুজ্জামান বলেন, ইটপাটকেল নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর