শনিবার, ২৯ জুন, ২০২৪ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২২ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২১ ৫:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি। একই সঙ্গে আবুল মাল আবদুল মুহিতের বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

কিশোর ভট্টাচার্য জানান, গত ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গতকাল (২৬ জুলাই) সোমবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

এদিকে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর