নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২১ ১২:৩৫ : অপরাহ্ণ
সারাদেশে করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। আজ সোমবার সকাল ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ১৯ জেলায় করোনায় ১৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সোমবার মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনই নারী। এ সময় ১৮০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা: কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয় ৭০১ জনের। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন। শনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ২২৮ জন, আদর্শ সদরের ৭, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ে ৫২, ব্রাহ্মণপাড়ার ৩৩, চান্দিনায় ২৮, চৌদ্দগ্রামের ৪৭, দেবিদ্বারের ১২, দাউদকান্দিতে ৫, লাকসামে ৪৬, লালমাইয়ে ২৩, নাঙ্গলকোটে ৩৩, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৪৪, মেঘনার ৯, তিতাসে ৪ জন এবং হোমনার ২৫ জন।
খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনায় মারা গেছেন ১৮ জন।
বগুড়া: বগুড়ায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৮৪৮ জনের।
সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গেছেন।
লালমনিরহাট: লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।
ঝিনাইদহ: ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯ জন।
নড়াইল: নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
রংপুর: রংপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর: ফরিদপুর মেডিকেলে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৩ জন।
ফেনী: গত ২৪ ঘণ্টায় ফেনী জেনারেল হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।