শনিবার, ২৯ জুন, ২০২৪ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২২ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

এই সরকারকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারকে যদি না সরানো যায়, তাহলে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল তা পুরোপুরিভাবে ধবংস হয়ে যাবে। এখন এটা সারা দেশের মানুষের দায়িত্ব। এই সরকারকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

আজ (২৬ জুলাই) সোমবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপি প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়। ‘স্মৃতিতে অম্লান’ শীর্ষক এ স্মরণ সভার আয়োজন করে আবদুল আউয়াল খান ফাউন্ডেশন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, যেটা তারা ১৯৭৫ সালে করেছিল বাকশাল সৃষ্টির মাধ্যমে, আজকে তারা সেটা করতে ওই অবস্থাটাই সৃষ্টি করেছে। এটা একদিনে হয়নি, ধীরে ধীরে ক্রমান্বয়ে সুচতুরভাবে এই অবস্থাটা তারা সৃষ্টি করেছে। এর মূল বিষয়টা ছিল ১/১১-এর যে ঘটনা। ১/১১-এর মূল্য লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ করা। সেটাই হচ্ছে এখন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তথাকথিত পার্লামেন্টে চিৎকার করে তারা (আওয়ামী লীগের সাংসদ) বলে যে, আমলা এখন সব কিছু দখল করে নিয়েছে। আমলারা দখল করে নিয়েছে এজন্য যে, আমলাদেরকে দখল করতে দেওয়া হয়েছে। রাজনীতি নেই, রাজনীতিবিদরা দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এই সরকার কার ওপরে টিকে আছে? জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আমলা এবং কিছু দুর্নীতিপরায়ন ব্যক্তির যোগসাজসে আজকে তারা ক্ষমতায় টিকে আছে।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘এই ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময়ে এ সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশকে এবং দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, জীবিকাকে বিপন্ন করে ফেলেছে।’

লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই যে অপরিকল্পিত লকডাউন এবং তারা যে সমস্ত ব্যবস্থা নিচ্ছে হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই—এই একটা অবস্থা তারা (সরকার) সৃষ্টি করেছে। এর ভয়াবহতায় জনগণের জীবন আজকে বিপন্ন। করোনা হবে চিকিৎসা পাবে না, ভুল চিকিৎসা হবে, গরিব মানুষ চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম প্রান্তিক মানুষকে যেন তিন মাসের জন্য যে সময়টা লকডাউন চলবে, সেই সময়টাতে এককালীন ১৫ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। তারা (সরকার) সে সমস্ত কোনো কথাই শুনেনি। আজকের পত্রিকাতে আছে যে, তারা ওই যে, ২৮ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে তার শতকরা ৮৬ শতাংশ ভুয়া। অর্থাৎ তারা যে নামগুলো দিয়েছে সেখানেও তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামগুলো দিয়েছে যাতে করে তারা সেই টাকা নিয়ে নিতে পারে। এটা সর্বক্ষেত্রেই হচ্ছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর