মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২১ ১২:১৭ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। আগের দিনের চেয়ে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী বেড়েছে ৪৭ জন। ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৭.১৬ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার চট্টগ্রামে ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৮০১ জনের। শনাক্তের হার ছিলো ৩৮.৫৪ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১১ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ৫৮০ জন নগরীর ও ২৬৮ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৬ জন নগরীর ও ৬ জন উপজেলার বাসিন্দা ।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ২১১ জন। এর মধ্যে ৫৭ হাজার ৪৮৯ জন নগরীর বাসিন্দা ও ১৮ হাজার ৭২২ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মারা গেছেন ৮৯৭ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৪৯ জন ও উপজেলার ৩৪৮ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর