শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে শনাক্তের হার বেড়ে ৩৮ শতাংশ



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২১ ১:১৮ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্তের হার বেড়েছে ১৫ শতাংশের বেশি। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৮০১ জনের। শনাক্তের হার ৩৮.৫৪ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার চট্টগ্রামে ১ হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৩০১ জনের। শনাক্তের হার ছিলো ২৩.০৮ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ৪৬৯ জন নগরীর ও ৩৩২ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৭ জন উপজেলার ও ৪ জন নগরীর বাসিন্দা ।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৩৬৩ জন। এর মধ্যে ৫৬ হাজার ৯০৯ জন নগরীর বাসিন্দা ও ১৮ হাজার ৪৫৪ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মারা গেছেন ৮৮৫ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৪৩ জন ও উপজেলার ৩৪২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর