নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ জুলাই, ২০২১ ৭:৩৮ : অপরাহ্ণ
করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিনে রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা কারণে তারা সড়কে বের হয়েছিলেন বলে পুলিশের তরফে বলা হচ্ছে। এ ছাড়া প্রথম দিনে সর্বশেষ তথ্য অনুযায়ী জরিমানা আদায় হয়েছে প্রায় পৌনে ১২ লাখ টাকা।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৪০৩ জনকে। এ ছাড়া মোবাইল কোর্টে ২০৩ জনকে জরিমানা করেছে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা। সড়কে ৪৪১টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।’
ঈদের ছুটি শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী ২৩ জুলাই থেকে দেশজুড়ে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে এবারের লকডাউন ‘সবচেয়ে কঠোর’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আরও পড়ুন:
https://rajnitisangbad.com/2021/07/23/%e0%a6%af%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1/