শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

ঢাকার দুই সিটির কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ জুলাই, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারিত হয়। অপরদিকে গতকাল রাতেই শতভাগ বর্জ্য অপসারণ করে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি)।

উত্তর সিটির কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রথম দিনের উত্তরের সব ওয়ার্ডের শতভাগ বর্জ্য পরিষ্কার করতে সক্ষম হয়েছে ডিএনসিসি। দ্বিতীয় দিনের বর্জ্য আজ সন্ধ্যার মধ্যে পরিষ্কার করা হবে।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ২ থেকে ৩টি ওয়ার্ড ছাড়া ঢাকা দক্ষিণের বাকি ওয়ার্ডের শতভাগ বর্জ্য আমরা পরিষ্কার করেছি। আমরা ২৪ ঘণ্টার আগেই আমাদের এসব ওয়ার্ডের বর্জ্য পরিষ্কারে সক্ষম হয়েছি।

কোরবানির আগেই ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন ঢাকার দুই সিটি মেয়র। সেই চ্যালেঞ্জ নিয়ে ঈদের দিন বুধবার (২১ জুলাই) দুপুরের পর থেকেই কাজ শুরু করেছে তারা। আর ২৪ ঘণ্টা না পেরুতেই এ উদ্যোগে সফলও হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

রাজধানীর কোরবানির পশু বর্জ্য অপসারণে এবার ঢাকার দুই সিটি কর্পোরেশনের সাড়ে ২১ হাজার কর্মী মাঠে ছিলেন। তারা পূর্বঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ শুরু করেন। নগরীর অনেক জায়গায় কোরবানির পরপরই বর্জ্য সরিয়ে নেন দুই ওয়ার্ডের পরিচ্ছন্ন-কর্মীরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর