রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ জুলাই, ২০২১ ১১:১৫ : পূর্বাহ্ণ
ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ততম একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৬০ জনের বেশি মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পবিত্র ঈদুল আজহা ঘিরে লোকজন যখন প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত ঠিক সে সময় সোমবার (২০ জুলাই) হামলার এ ঘটনা ঘটে।
নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, আইএসের এক সদস্য বিস্ফোরকসহ ভেস্ট পরে এই হামলা চালায়। ২০১৭ সালে আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করে ইরাকি সরকার। তবে এখনো স্লিপার সেলের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি।
বিস্ফোরণের পর মানুষের ছিন্নবিচ্ছিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখা যায় বাজারে। নিহতদের মধ্যে নারী, শিশুও আছে।
বিস্ফোরণের আগুনে পুড়ে গেছে বেশ কিছু দোকানপাট।
এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।
ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে সাদার এলাকাতেই আরেকটি বাজারে গাড়িবোমা হামলায় নিহত হয় চারজন।