নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২০ জুলাই, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ
চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এবার পবিত্র ঈদুল আজহারও কোনো ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। স্বাস্থ্য বিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের ঈদ জামাতে অংশ নিতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ জমিয়তুল ফালায় সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী। এখানে এক ঘন্টা পর ঈদুল আজহার আরেকটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।
হযরত গরীব উল্লাহ শাহ মাজার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া লালদীঘি শাহী জামে মসজিদ, আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা মসজিদ ঈদগাহ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও চসিক মা আয়েশা সিদ্দিকা জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।