শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবি রক্ষায় মামলা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২১ ৮:০৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করে ঐতিহাসিক এই স্থানটিকে সংরক্ষণের আদেশ চেয়ে আদালতে দেওয়ানি মামলা দায়ের হয়েছে। এতে ১৪টি সরকারি সংস্থার নির্বাহী প্রধান ও দুটি পেশাজীবী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন। ।

সোমবার ( ১৯ জুলাই) সকালে সিনিয়র সহকারী জজ ১ম রুবাইয়াত ফেরদৌসের আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য কাজী ছানোয়ার আহমেদ লাভলু মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম ওয়াসার সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী, চট্টগ্রামের পরিচালক স্বাস্থ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদফতরের উপ-পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব, বাংলাদেশ রেলওয়ের জিএম (পূর্বাঞ্চল) ও এস্টেট অফিসার, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনারকে।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের আওতায় সিআরবির ছয় একর জমি লিজ নিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড।

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং মুক্তিযুদ্ধ ও ব্রিটিশ আমলের বহু স্মৃতিবিজড়িত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতালের মতো স্থাপনা নির্মাণ করা নিয়ে চট্টগ্রামের সচেতন নাগরিক, পরিবেশবিদ ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। গত কয়েক দিন ধরে সিআরবি এলাকায় নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর