শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দেশে এলো মডার্নার আরও ৩০ লাখ টিকা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২১ ১১:৩৩ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। সোমবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে টিকা বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দ‌রে টিকাগু‌লো গ্রহণ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা আসছে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র।

এর আগে গত শনিবার (১৭ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইটে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন। ওই টুইট বার্তায় রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ মডার্নার টিকা উপহার হিসেবে দেওয়া হচ্ছে।’

মডার্নার টিকার এই চালান আসায় কেবল জুলাই মাসে দেশে আসা টিকার সংখ্যা দাঁড়াল ৯৫ লাখ। আগস্টে আরো এক কোটির বেশি টিকা পাওয়া যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। চলতি মাসের শুরুতে ২ ও ৩ জুলাই মিলিয়ে মডার্নার ২৫ লাখ টিকা ছাড়াও আসে চীন থেকে কেনা টিকার প্রথম চালানের ২০ লাখ। ১৭ জুলাই রাতে দুই চালানে আসে আরো ২০ লাখ।

গত ১৩ জুলাই ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এবং ঢাকার ৪১টি কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া শুরু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর