শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

‘প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে’



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২১ ৯:৩০ : অপরাহ্ণ

সিআরবিকে চট্টগ্রাম নগরবাসীর নিশ্বাসের জায়গা উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রকৃতি সচেতন। তিনি মানুষের কথা সব সময় ভাবেন। আমি জানি, তাকে ভুল বোঝানো হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা তাকে ভুল বুঝিয়েছেন। তাকে যথার্থ বার্তা দিতে পারলে তিনি নিশ্চয় আমাদের কথা শুনবেন। সিআরবি রক্ষা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি।’

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় সিআরবিতে ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ আয়োজিত প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলকে রক্ষায় বিশ্বের অনেক দেশ অর্থ দিয়ে যাচ্ছে কারণ বিশ্বের অক্সিজেনের চাহিদা মেটায় আমাজন। ঠিক সেরকম এ সিআরবিতে অসংখ্য শতবর্ষী গাছ রয়েছে, কত চমৎকার। এ পুরো অঞ্চলটাই মহানগরীর শ্বাসকেন্দ্র। আমরা প্রতিজ্ঞা করছি এখানে হাসপাতাল হতে দেবো না। প্রয়োজনে অনশন থেকে শুরু করে যা কিছু করার সব আমরা করবো।’

উল্লেখ্য, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের আওতায় সিআরবির ছয় একর জমি লিজ নিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। রাজধানীর ইউনাইটেড হাসপাতালটি গড়ে তুলেছে এই প্রতিষ্ঠান।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘বাংলাদেশের সবাই জানেন, এ হাসপাতালটি কী রকমভাবে মৃত মানুষ গেলেও অর্থ আদায় করে। এ চমৎকার জায়গায় মহানগরীর প্রকৃতির সবচেয়ে মনোরম কেন্দ্রে হাসপাতাল করতে আমরা কখনোই দেব না। এটিকে ধ্বংস করতে দেব না। তরুণ প্রজন্ম দেবে না। আমরা যদিও বৃদ্ধ হয়েছি, আমরাও দেব না। আমরা সবাই মিলে প্রতিহত করবো।’

নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন-আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পেশাজীবী নেতা ডা. একিউএম সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, নাট্যজন প্রদীপ দেওয়নজী, পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, নগর আওয়ামী লীগের আইরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, পিপলস ভয়েস সভাপতি শরীফ চৌহান, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক হাসান আকবর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, শিল্পী আলাউদ্দিন তাহের, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, যুবনেতা নূরুল আজিম রনি প্রমুখ। বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে নাগরিক সমাজ, চট্টগ্রামের পক্ষে বক্তব্য দেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর