রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২১ ৭:৪০ : অপরাহ্ণ
অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ এবং আরও তিন জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
আজ রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে মানহানির মামলাটি করা হয়েছে। বাদী পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট মামলার প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।