নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ
করোনার কারণে নিজের ঘরবন্দি জীবনকে ‘বড় জেলখানায়’ থাকার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে আমি বলতে গেলে একরকম বন্দি জীবন কাটাচ্ছি। এই গণভবন থেকে বেরোতে পারি না। তবে এটা একটু বড় জেলখানা। নিচে নামতে পারি, মাঠে হাঁটতে পারি। কিন্তু আগে তো একটা ঘরে বন্দি ছিলাম। বের হওয়ার উপায় ছিল না। কলাপসিবল গেট দিয়ে বন্ধ করা ছিল।’
রোববার (১৮ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তারের পরদিনই আমার সম্পদের হিসাব চাওয়া হয়। এরপর একের পর এক মামলা। বিএনপির সময় মামলা দিয়েছিল ১২টা, তত্ত্বাবধায়ক দিল আরও ৫টা। এমন পরিস্থিতি তৈরি করেছিল যে, কোনো দিনই আর আওয়ামী লীগকে ক্ষমতায় আর আসতে দেবে না। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল।’
শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রীত্ব দেশের মানুষের সেবা করার একটা সুযোগ মাত্র। ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছি বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। তাই করোনায়ও যেন প্রান্তিক মানুষের জীবন থেমে না যায় তার জন্য সরকারের সব প্রচেষ্টা অব্যাহত আছে।’
সরকারপ্রধান বলেন, ‘আমরা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এখন সেই দেশেকে আমরা অনেকদূর এগিয়ে নিয়ে গেছি। আমরা এসডিজি ও এমডিজি বাস্তবায়ন করেছি। সারা বিশ্বের কাছে আমরা সম্মানজনক জায়গায় এসে পৌঁছেছি। আগে বাইরের দেশগুলো অবহেলা করতো। বাংলাদেশকে দুর্ভিক্ষের দেশ বলতো। এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেতে পেরেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গঠন করা। সে স্বপনকে আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি, আমাদের দেশের মানুষ যেন কোনও রকম ক্ষতিগ্রস্ত না হয়।’