সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ঈদযাত্রা রূপ নিল বিষাদে, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু



প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২১ ১০:০৫ : পূর্বাহ্ণ

রংপুরের মিঠাপুকুরে ঈদযাত্রায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। যাদের ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তফা কোল্ড স্টোরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের মধ্যে একজন মেয়ে শিশু ও চারজন পুরুষ রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান রাজনীতি সংবাদকে বলেন, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদিপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন।

ওসি জানান, বাস দুটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে। মৃতদের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের ‍উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনও জানা যায়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর