শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

এপিক প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের মামলা



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২১ ১১:৪৯ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজারের পাহাড়ি এলাকা পার্সিভ্যাল হিলে অবৈধভাবে একটি পাহাড় কাটার অভিযোগ উঠেছে আবাসন কোম্পানি এপিক প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে। শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে চকবাজার থানা পুলিশ পার্সিভ্যাল হিলে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় এপিক প্রপার্টিজের নিয়োজিত চার শ্রমিককে আটক করে। এ ঘটনায় রাতে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

জানা গেছে, এপিক প্রপার্টিজ লিমিটেড পার্সিভ্যাল হিলে ‘এপিক ভুঁইয়া ইম্পেরিয়াম’ নামে ১২ তলাবিশিষ্ট একটি ভবনের প্রকল্প হাতে নেয়। এর আয়তন প্রায় ৫৯ কাঠা। ভবনটি নির্মাণের জন্য কয়েক মাস ধরে গোপনে পাহাড় কাটতে থাকে এপিক প্রপার্টিজের নিয়োজিত শ্রমিকরা।

এপিক প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ

বিটিআই হিলক্রেস্ট ওনার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গত ১০ মার্চ এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় বরাবরে অভিযোগ করে। কিন্তু পরিবেশ অধিদপ্তর এতো দিন রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে পার্সিভ্যাল হিলের স্থানীয় লোকজন পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয়। শেষ পর্যন্ত পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নেয়।

পুলিশ এপিক প্রপার্টিজের নিয়োজিত চার শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসার পর ঘুম ভাঙে পরিবেশ অধিদপ্তরের! এরপর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন পার্সিভ্যাল হিলে পরিদর্শনে গিয়ে পাহাড় কেটে ফেলার দৃশ্য দেখতে পান। এরপর এ ঘটনায় চকবাজার থানায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৪ (২), (৩), ৬ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুর উল্লাহ নুরী রাজনীতি সংবাদকে বলেন, চকবাজারের পার্সিভ্যাল হিলে অবৈধভাবে একটি পাহাড় কাটার সময় পুলিশ চার শ্রমিককে আটক করেছে। এরপর আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

পার্সিভ্যাল হিলের বাসিন্দা মোহাম্মদ ওসমান চৌধুরী রাজনীতি সংবাদকে বলেন, এপিক প্রপার্টিজের নিয়োজিত চার শ্রমিক কয়েকমাস ধরে পাহাড় কাটছিল। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে একটি অভিযোগ দেওয়া হয়। কিন্তু সংস্থাটি এতো দিন কোনো পদক্ষেপ নেয়নি। আজ পুলিশ এসে পাহাড় কাটার সময় চার শ্রমিককে আটক করেছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর