নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২১ ২:১০ : অপরাহ্ণ
আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের সময় গার্মেন্টসহ সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শনিবার (১৭ জুলাই) চুয়াডাঙ্গায় ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ২৩ জুলাই থেকে ১৪ দিনের লকডাউন আরো কঠোর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ঈদের পর লকডাউনের সময় শিল্পকারখানা খোলা রাখার দাবি জানিয়েছিলেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেছিলেন, কঠোর লকডাউন চলতে থাকলে শিল্পখাতে ধস নামবে। সব শিল্প কারখানা বন্ধের সিদ্ধান্ত হলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সমস্যায় পড়বে।
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস লকডাউনের আওতামুক্ত রাখতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।
করোনা সংক্রমণ রোধে চলতি বছরের এপ্রিল মাসে সরকার কঠোর লকডাউন জারি করলেও রপ্তানিমুখী পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা উৎপাদন চালু রাখার সুযোগ পায়। সর্বশেষ গত ২৮ জুন শুরু হওয়া সীমিত ও পরে ১লা জুলাই শুরু হওয়া কঠোর লকডাউনে পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু ছিল।
তবে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের পর কঠোর লকডাউনে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে। এতে দুশ্চিন্তায় পড়েছেন পোশাকশিল্পের মালিকরা।