শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ

সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় নতুন সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন ড. শামসুল আলম। তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হচ্ছে। শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সাবেক সিনিয়র সচিব।

অর্থনীতিতে একুশে পদক পাওয়া ড. শামসুল আলম জিইডিতে ১২ বছর ধরে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়। আগামী রোববার (১৮ জুলাই) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

সাধারণ অর্থনীতি বিভাগে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন এই পরিকল্পনাবিদ। দায়িত্বপালনের মধ্য দিয়ে তিনি আস্থাভাজন হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। একজন সৎ ও দায়িত্বশীল আমলা হিসেবে সুপরিচিতি রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শামসুল আলমের।

ড. শামসুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি সূচারুভাবে পালন করেছি। এখন যে বিশ্বাস ও আস্থা রেখে নতুন দায়িত্ব দিচ্ছেন সেটিও যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আমার প্রধান কাজ হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি করা।

ড. শামসুল আলম ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেখানে দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করার পর প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। এরপর এই কমিশনেই কেটে যায় ১২ বছর। কর্মজীবনে তিনি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করেছেন। এসবের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন তিনি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর