শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ৯ জনের, শনাক্ত ৭৬৮ জন



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৭৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩০.১৫ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ৪৫২ জন নগরীর ও ৩৫০ জন উপজেলার বাসিন্দা। উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে, হাটহাজারীতে ৭৬ জন, লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালীতে ১৪ জন, আনোয়ারায় ৩ জন, চন্দনাইশে ১৫ জন, পটিয়ায় ২৬ জন, বোয়ালখালীতে ১৬ জন, রাঙ্গুনিয়ায় ৪৭ জন, রাউজানে ৩৩ জন, ফটিকছড়িতে ৩৯ জন, সীতাকুণ্ডে ১৩ জন, মিরসরাইয়ে ৩০ জন এবং সন্দ্বীপে ১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

মারা যাওয়া রোগীদের মধ্যে ৮ জন উপজেলার ও ১ জন নগরীর বাসিন্দা।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১২ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩০৭ জন। আর চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর