শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

৫ জেলার ২৩টি শাখা ও ইউনিটে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২১ ৯:৪০ : অপরাহ্ণ

৫টি জেলার ২৩টি শাখা ও ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কমিটিগুলোর মধ্যে রয়েছে-নারায়ণগঞ্জ মহানগরের ৪ টি, মাদারীপুর জেলার ৮ টি, পিরোজপুর জেলার ২ টি, ঝালকাঠি জেলার ৬ টি, টাঙ্গাইল জেলার ২ টি থানা ও পৌর ইউনিট কমিটি।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্ত সব ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জয়পুরহাট জেলা কমিটি

আহ্বায়ক- মো. আলমগীর হোসেন, সদস্য সচিব- এস এম সামস মতিন, যুগ্ম আহ্বায়ক- ১. মো. জহুরুল ইসলাম, ২. মো. মাহবুব আলম টুকু, ৩. সামসুজ্জোহা বকুল, ৪. মো. তৈয়বুর রেজা, ৫. মো. ফিরোজ হোসেন মাস্টার, ৬. মো. ফিরোজ আহম্মেদ, ৭. অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ হারুন ৮. মো. শফিউল ইসলাম ইমন ৯. মমিন খন্দকার ডালিম ১০. মো. নুরুজ্জামান ১১. মো. তোতা চৌধুরী ১২. এস এম কামরুজ্জামান তোতা ১৩. মেহেদী আসিফ পার্থ ১৪. মো. আলী হাসান মর্তুজাসহ ৪১ সদস্যবিশিষ্ট কমিটি।

নারায়ণগঞ্জে চার থানা ও উপজেলা কমিটি

সদর থানা : আহ্বায়ক- মো. আরাফাত চৌধুরী, সদস্য সচিব- মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক- ১. নূর আফসার শাওন, ২. আব্দুল রশিদ, ৩. আশরাফুল ইসলাম সজিব, ৪. জাহাঙ্গীর বেপারী, ৫. মো. কাঞ্চন ৬. মো. নাছির উদ্দিন, ৭. মো. জুয়েল শেখ, ৮. মানস দণ্ড, ৯. মো. রাকিব আহম্মদ প্রধানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

সিদ্ধিরগঞ্জ থানা : আহ্বায়ক- মো. কামরুল হাসান, সদস্য সচিব- মো. আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক- ১. মো. আলী নূর হোসাইন, ২. মো. সালাহ উদ্দিন, ৩. মো. ইমরান হোসেন তুষার, ৪. মো. সজিবুল ইসলাম, ৫. মো. মাহবুবুর রহমান মিলন, ৬. কাজী মারুফ, ৭. মো. লুৎফর রহমান রাসেল সরকার, ৮. মো. রোমান, ৯. মো. জিসানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

বন্দর উপজেলা : আহ্বায়ক- মো. মনির হোসেন, সদস্য সচিব- মো. জুয়েল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক- ১. মো. মহসিন, ২. মো. আলতাফ হোসেন ইব্রাহীম, ৩. মো. আনোয়ার প্রধান, ৪. মো. নুরুল ইসলাম, ৫. জনি রায়হান, ৬. আকাশ আহম্মেদ বাছির, ৭. মো. মাসুদ রানা, ৮. সৈয়দ হোসেন, ৯. মো. মোক্তার হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

বন্দর থানা : আহ্বায়ক- মো. শাহ আলম, সদস্য সচিব- পাপ্পু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক – ১. মো. আশিকুর রহমান চৌধুরী ২. মো. রনি ৩. মো. আমান সরদার ৪. মেহেদী হাসান ৫. মো. তোফাজ্জল হোসেন ৬. মো. আজহারুল ইসলাম শাকিল ৭. মো. ইমরান খান ৮. মো. সায়মন ৯. মো. সজীব খানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

মাদারীপুর জেলার আট কমিটি

মাদারীপুর পৌরসভা : আহ্বায়ক- মো. আয়নাল ভূইয়া, সদস্য সচিব- মো. ঈশান বাকাউল, যুগ্ম আহ্বয়ক- ১. মো. পারভেজ খান ২. মো. রুবেল মোল্লা ৩. মো. জসীম ৪. মো. আবির মোল্লা ৫. মো. তুহিন ভূইয়া ৬. মো. বেলাল মাতুব্বর ৭. মো. পারভেজ হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।

সদর উপজেলা : আহ্বায়ক- মো. খবির খান, সদস্য সচিব- মো. মিরাজ তালুকদার, যুগ্ম আহ্বায়ক- ১. মো. নাহিদ হোসেন ২. মো. এনামুল খান ৩. মো. রাসেল মাতুব্বর ৪. মো. রুবেল হাওলাদার ৫. শেখ মোহাম্মদ রফিক ৬. মো. নাঈম ব্যাপারী ৭. মো. সৈকত হাওলাদার ৮. মো. জনি হাওলাদার ৯. মো. এমারত হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

রাজৈর উপজেলা : আহ্বায়ক- মো. মানিক মিয়া মানকু, সদস্য সচিব- মো. সোহেল মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক- ১. মো. মিরাজ কাজী ২. মো. আব্দুর রহিম বেপারী ৩. মো. কাজী আবু হাসান ৪. মো. কাজী নাসিরুল ইসলাম পলাশ ৫. মো. মাসুদ ইকবাল ৬. মো. আজিজ খান ৭. মো. মোস্তফা চৌধুরীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

রাজৈর পৌরসভা : আহ্বায়ক- মো. চুন্নু মাতুব্বর, সদস্য সচিব- মো. রুহুল আমিন বেপারী, যুগ্ম আহ্বায়ক- ১. মো. এমদাদুল হক মিলন ২. মো. এনামুল কাজী ৩. মো. অহিদ খান ৪. মো. সোহাগ বেপারী ৫. মো. আল আমিন শিকদার ৬. মো. তরিকুল মাতুব্বর ৭. মো. টিপু ফকিরসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।

কালকিনি উপজেলা : আহ্বায়ক- মো. শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব- মো. নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক- ১. মো. সুজন খান ২. মো. ইকরামুল ইসলাম টিটু ৩. মো. রেজাউল শিকদার ৪. মো. তুহিন হাওলাদার ৫. মো. আব্দুস সালাম ৬. মো. শাহেদ হোসেন ৭. মো. ওসমান তালুকদার ৮. মো. আল মামুন ৯. মো. মাসুদ বেপারীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

কালকিনি পৌরসভা : আহ্বায়ক- মো. আল আমিন মুন্সী, সদস্য সচিব- মো. সুমন শিকদার, যুগ্ম আহ্বায়ক- ১. মো. রুহুল আমিন শিকদার ২. মো. সজল মুন্সী ৩. মো. মেহেদী হাসান ৪. মো. সুবেল মোল্লা ৫. মো. শহিদুল বেপারী ৬. মো. সবুজ হাওলাদার ৭. মো. হাবুল বেপারীসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।

শিবচর পৌরসভা : আহ্বায়ক- মো. মেজবা উদ্দিন গোমস্তা, সদস্য সচিব- মো. এনায়েত উল্লাহ সুমন, যুগ্ম আহ্বায়ক- ১. মো. নজরুল ইসলাম ২. মো. নুরুজ্জামান গোমস্তা ৩. মো. আমিন হোসেন ৪. মো. পাবেল চৌধুরী ৫. মো. জুয়েল খান ৬. মো. হাবিবুর রহমান ৭. মো. সফিক শেখসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।

কালকিনি উপজেলার ডাসার থানা : আহ্বায়ক- মো. নাসিরুদ্দিন উজ্জল তালুকদার, সদস্য সচিব- মো. আতিকুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক- ১. মো. শহিদুল ইসলাম ২. মো. ফিরোজ হাওলাদার ৩. মো. সুজন হাওলাদার ৪. মো. হাবিব তালুকদার ৫. মো. আলিম হাওলাদার ৬. মো. আবু কালাম মাতুব্বর ৭. মো. ইব্রাহীম বেপারীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

পিরোজপুর

সদর উপজেলা : আহ্বায়ক- মো. মাইনুল ইসলাম মিথুন, সদস্য সচিব- মো. নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক- ১. মো. রিয়াজ মাতুব্বর ২. মো. সাহেদুল ইসলাম ৩. মো. এমদাদুল খান ৪. মো. আশিক ইকবাল রনি ৫. মো. আব্দুর রহিম শেখ ৬. মো. মাসুদ রানা ৭. মো. নয়ন হাওলাদার ৮. মো. সাইফুল ইসলাম হাওলাদার ৯. মো. বেল্লাল ফরাজীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

পিরোজপুর পৌরসভা : আহ্বায়ক- এম এ মাসুদ হাওলাদার, সদস্য সচিব- মো. আশ্রাফুল আলম সিকদার (স্বজল), যুগ্ম আহ্বায়ক- ১. মো. জাকারিয়া হাওলাদার ২. বিপ্লব চন্দ্র সাহা ৩. মো. রুহুল আমিন শাহীন ৪. মো. আহাদুজ্জামান (শুভ) ৫. মো. নাদিম মল্লিক ৬. মো. আহসান দরানী ৭. মো. এজাজ মোল্লা ৮. মো. আলী শেখ ৯. আশ্রাফুল ইসলাম লিমনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

ঝালকাঠি জেলার কমিটি

সদর উপজেলা : আহ্বায়ক- মো. হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব- মো. মাসুদ পারভেজ লিমন, যুগ্ম আহ্বায়ক- ১. মেহেদি হাসান রাজীব ২. মো. সাইফুল ইসলাম সরোয়ার ৩. মো. সৈয়দ রুহুল আমীন ৪. মিয়া মো. পলাশ ৫. মো. সাইদুজ্জামান বাচ্চু ৬. মো. সাইফুল ইসলাম মিঠু ৭. মো. ইয়াছিন আরাফাত ৮. মো. মিলন ফরাজি ৯. মো. জহিরুল ইসলাম সোহাগ তালুকদারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

ঝালকাঠি পৌরসভা : আহ্বায়ক- মো. আসাদুজ্জামান বিপ্লব, সদস্য সচিব- মো. শামীম মৃধা, যুগ্ম আহ্বায়ক- ১. মো. আলিম হাওলাদার ২. মো. মেহেদী হাসান ৩. মো. সবুজ ফরাজী ৪. মো. সরফরাজ সায়েম ৫. মো. জামিল হোসেন সোহাগ ৬. মো. সাব্বির হাওলাদার ৭. মো. সুজন হাওলাদার ৮. মো. সোহাগ হোসেন ৯. মো. রফিকুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

নলছিটি উপজেলা : আহ্বায়ক- তৌহিদ আলম মান্না, সদস্য সচিব- সাইদুল কবির রানা, যুগ্ম আহ্বায়ক- ১. মো. মাহফুজ দেওয়ান ২. আব্দুল্লাহ আল মামুন ৩. মো. দেলোয়ার হোসেন পান্নু ৪. মো. আজমল হোসেন ৫. মো. আল-আমিন হোসেন চঞ্চল ৬. মো. মেহেদী হাসান আরিফ ৭. মো. জুয়েল গাজী ৮. মো. সোহাগ হোসেন ৯. মো. মাহমুদুল হাসান রাজুসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

নলছিটি পৌরসভা : আহ্বায়ক- মো. কামরুজ্জামান সুমন, সদস্য সচিব- মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক- ১. মো. কামাল সরদার ২. মো. সহিদুল ইসলাম (শহিদ) ৩. মো. সোহেল মিয়া ৪. মো. রিয়াজ হাওলাদার ৫. মো. আলমগীর হোসেন জুয়েল গাজী ৬. রাজীব কুমার মালো ৭. মো. আক্তারুজ্জামান লোটাস ৮. মো. ফয়সাল মাহমুদ ৯. মো. রিয়াজ হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

কাঠালিয়া উপজেলা : আহ্বায়ক- মো. হাছিব ভুট্টো, সদস্য সচিব- মো. হালিম সিকদার, যুগ্ম আহ্বায়ক- ১. মো. জাকির হোসেন ২. মো. আহসান উল্লাহ ৩. মো. জাহিদ বিল্লাহ ৪. তসলিম হোসেন রাজিব ৫. মো. এনায়েত হোসেন ৬. মো. জামাল হোসেন ৭. মো. আব্দুল আলিম ৮. মো. এমদাদুল হক খান ৯. মো. সুমন হাওলাদারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

রাজাপুর উপজেলা : আহ্বায়ক- রতন দেবনাথ, সদস্য সচিব- মো. আমিনুল ইসলাম খান (রিয়াজ), যুগ্ম আহ্বায়ক- ১. মো. গোলাম মাওলা মিলন ২. মো. এনায়েত করিম মৃধা ৩. মো. হেমায়েত উদ্দিন ৪. মো. আজাদ হাওলাদার ৫. মো. জিয়াউল হক লালন ৬. মো. মাহমুদ গালুয়া ৭. মো. আবুল বাশার ৮. মো. শফিকুল ইসলাম ৯. মো. ইলিয়াস সিকদারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

টাঙ্গাইল জেলার কমিটি

মধুপুর উপজেলা : আহ্বায়ক- মো. আব্দুল হক, সদস্য সচিব- মো. মমিনুল ইসলাম মেহেদী, যুগ্ম আহ্বায়ক-১. মো. গোলাম মোস্তফা ফকির ২. আনোয়ার হোসেন ৩. মো. আতোয়ার রহমান শরিফ ৪. মো. জুরান আলী ভোলা ৫. মো. শামীম আহমেদ ৬. মো. জামাল হাওলাদার ৭. মো. ফজলুল হক তোতা ৮. মো. খোরশেদ জোয়াদ্দার ৯. মো. জসিম উদ্দিন জুয়েলসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

এলেঙ্গা পৌরসভা : আহ্বায়ক- মো. দুলাল হোসেন, সদস্য সচিব- মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক- ১. মো. আবু সাঈদ লিটন ২. মো. আরিফুল ইসলাম ৩. মো. মাসুদুর রহমান তালুকদার ৪. মো. মাকসুদুর আলম রহিম ৫. মো. আব্দুল কাদের ৬. আলী আকবর সরকারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর