নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৪ জুলাই, ২০২১ ১০:৪৫ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। ক্রমেই গতি বাড়ছে সংক্রমণের, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১ হাজার ৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।
শনাক্ত রোগীদের মধ্যে ৬৫২ জন নগীর ও ৩৫১ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৬ জন উপজেলার ও ৪ জন নগরীর বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৭ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৮০০ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।