শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ মামলা



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২১ ১০:০৩ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও তার ভাই চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেয়ার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাত হোসেনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি ও সাতকানিয়া থানায় মামলা দুটি দায়ের হয়।

গত বছর চট্টগ্রামের ফৌজদারহাটে নাভানা গ্রুপের সহযোগিতায় গড়ে উঠা চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্যোক্তা ছিলেন বিদ্যুৎ বড়ুয়া। গত বছর আগস্টে করোনার সংক্রমণ কমে গেলে এই হসপিটালটি বন্ধ করে দেওয়া হয়। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য।

অভিযুক্ত সাজ্জাত হোসেন চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা ছিলেন। গত বছর করোনার সংক্রমণ কমে আসার পর সেই সেন্টারটিও বন্ধ করে দেওয়া হয়। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি। এছাড়া তিনি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য।

বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট

জানা গেছে, সোমবার (১২ জুলাই) রাত ১০টায় মো. সাজ্জাত হোসেন নিজের ফেসবুক আইডিতে ডা. বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টের নিচে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বিষয়ে ‘আপত্তিকর’ কমেন্ট করেন মো. ফখরুদ্দিন। পরে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সোমবার মধ্যরাতেই সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে মো. ফখরুদ্দিনকে প্রধান আসামি এবং মো. সাজ্জাতকে দুই নম্বর আসামী করা হয়। ফখরুদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। এরপর মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সাজ্জাতের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করা হয় নগরীর কোতোয়ালী থানায়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সেচ্ছাসেবক শেখ মো. ফারুক চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার ছোট ভাই ডা. বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করায় ২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সাজ্জাত হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর