শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

নিম্ন আয়ের মানুষের জন্য পাঁচটি খাতে ৩২০০ কোটি বরাদ্দ, কারা কীভাবে পাবেন



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২১ ৭:৪৫ : অপরাহ্ণ

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার জন্য সরকার তিন হাজার দুইশত কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। মোট পাঁচটি খাতে এই সহায়তা দেয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেকে পাবে নগদ আড়াই হাজার টাকা।

প্যাকেজগুলো হলো-
১. সবচেয়ে বেশি টাকা দেয়া হবে গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। সরকারের বিভিন্ন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৫০০ কোটি টাকা দেয়া হবে। চার শতাংশ সুদে এই টাকা ঋণ হিসেবে বিতরণ করা হবে।

২. প্রণোদনার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ যাবে পর্যটন খাতে। এখানে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার কোটি টাকা। পর্যটন খাতের বিভিন্ন হোটেল, মোটেল এবং থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য চার শতাংশ হারে ঋণ প্রদান করা হবে।

৩. তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ-পরিবহন শ্রমিকদের জন্য। এসব খাতে সর্বমোট ১৭ লাখের বেশি মানুষ রয়েছে। তাদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

৪. শহর এলাকার নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মাধ্যমে আগামী ২৫ শে জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪দিন সারা দেশে চাল ও আটা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

৫. সরকারের ৩৩৩ ফোন নম্বরে কেউ ফোন করে খাদ্য সাহায্য চাইলে তাদের সে সহায়তা প্রদান করা হবে। এজন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর