শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে শনাক্তের রেকর্ড নতুন উচ্চতায়, একদিনে ৯৫৫



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২১ ১২:৫৬ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে কয়েকদিন ধরে করোনাভাইরাস সংক্রমণে দৈনিক রোগী শনাক্তের সংখ্যাটি আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ৯৫৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন উপজেলার ও ৪ জন নগরীর বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৬ হাজার৭৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৭৯০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর