শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

৮ দিনের জন্য লকডাউন শিথিল, প্রজ্ঞাপন মঙ্গলবার



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১২ জুলাই, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, লকডাউন শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও দোকানপাট খোলা থাকবে। একই সঙ্গে কোরবানির হাটও বসবে।এ নিয়ে একটি প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে। পরে এটি ১৪ জুলাই পর্যন্ত আরও সাত দিন বাড়ানো হয়।

চলমান লকডাউনে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শপিং মল, মার্কেটসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ ঘোষণা আছে। এরকম মোট ২১টি বিধিনিষেধ রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর