শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনা শনাক্তে আবারও নতুন রেকর্ড, মৃত্যু ৯



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১২ জুলাই, ২০২১ ১০:৪১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণে রোগী শনাক্তে আবারও নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮২১ জনের। এ পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে চট্টগ্রামে ৯ জুলাই সর্বোচ্চ ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫২৭ জন আর বিভিন্ন উপজেলার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন উপজেলার ও ৩ জন নগরীর বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৫ হাজার ৮২৯ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৭৮০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর