প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১২ জুলাই, ২০২১ ১০:০২ : পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সাদা রঙের সেই বাড়িতে রোববার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। এর আগে আটক করা হয় নব্য জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে।
সিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়। সে নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তার দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে আড়াইহাজার এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ওই বাড়ির নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে তিনটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে বিস্ফোরণ ঘটায় পুলিশের সোয়াত টিমের সদস্যরা। এ সময় ওই মুয়াজ্জিনের কক্ষ থেকে আরও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার মামুন বোমা তৈরীতে পারদর্শী ছিল। সে তার ঘরে বসেই বোমা তৈরি করতো।
মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে আবু নাঈম নামের আরেক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে সিটিটিসি। পরে নারায়ণগঞ্জের মদনপুরে নাইমের বাসায় অভিযান চালিয়ে ৪টি রিমোর্ট কন্ট্রোল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
সিটিটিসি বলছে, আবু নাঈমও নব্য জেমবির সামরিক শাখার সদস্য।
গতকাল রোববার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা একতলা ওই বাড়িটি ঘিরে রাখে। তিন ঘণ্টা পর ওই বাড়িতে অভিযান শুরু করে সোয়াত টিমের সদস্যরা।