মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

নারায়ণগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ সোয়াতের অভিযান, ঘটনাস্থলে ৩ বিস্ফোরণ, আটক ১



প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১২ জুলাই, ২০২১ ১২:২৭ : পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সাদা রঙের সেই বাড়িতে রোববার (১১ জুলাই) রাত ১১টার দিকে অভিযান শুরু করেছে পুলিশের সোয়াত টিমের সদস্যরা। ইতোমধ্যে আস্তানার ভেতর থেকে তিনটি বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ওই আস্তানা থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

এর আগে রোববার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা একতলা ওই বাড়িটি ঘিরে রাখে। তিন ঘণ্টা পর ওই বাড়িতে অভিযান শুরু করে সোয়াত টিমের সদস্যরা।

সিটিটিসির কর্মকর্তারা ধারণা করছেন, ওই বাড়িতে বোমা রয়েছে। সোয়াত সদস্যরা অভিযান শুরুর পর পরই বাড়ির ভেতর থেকে তিনটি বিকট শব্দ ভেসে আসে।

এর আগে রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এ কে এম রহমত উল্লাহ চৌধুরী সুমন গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।

সিটিটিসির কর্মকর্তারা জানান, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর