নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১১ জুলাই, ২০২১ ১২:৫০ : অপরাহ্ণ
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে সরকারি অফিসের সব কার্যাবলি ভার্চুয়ালি পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চলমান লকডাউনে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা চালু রয়েছে। এক্ষেত্রে সব সরকারি দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দেয় সরকার, যা পরিচিত পায় শাটডাউন হিসেবে। পরবর্তী সময়ে সে শাটডাউনের সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।
এ সময়ে জরুরি পরিষেবার দপ্তর ছাড়া বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ রয়েছে গণপরিবহনও। বিনা প্রয়োজনে কারও ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।