শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

লকডাউনে সাড়ে ৪ হাজার মানুষকে জেলে দেওয়া হয়েছে, এরা কারা, ফখরুলের প্রশ্ন



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুলাই, ২০২১ ৩:৫৫ : অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, ‘খালি ধমক দিয়ে আর গরিব মানুষকে জেলের মধ্যে পুরে দিলে তো হবে। পত্রিকায় দেখলাম, সাড়ে ৪ হাজার মানুষকে জেলে দেওয়া হয়েছে। এরা কারা? তারা সব সাধারণ গরিব মানুষ। তারা দিন আনে দিন খায়, হয়ত রিকশা চালায়, ঠেলাগাড়ি চালায়, হয়ত কোনো একটা রেস্টুরেন্টে চাকরি করে। এরা যখনই বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে গেছে।’

আজ রোববার (১১ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এমন কথা বেরিয়েছে যে, বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে, সেখানে তাকে গ্রেপ্তার করার ফলে সেই বাবা অক্সিজেনের অভাবে মারা গেছেন। এই অপরিকল্পিত ব্যবস্থার ফলেই কিন্তু আজকে এ ঘটনা ঘটেছে।’

লকডাউনে কী দেখা যাচ্ছে-এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘লকডাউনের লক্ষ্যটা হচ্ছে মানুষকে মানুষের কাছ থেকে দূরে রাখা। যেভাবে সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব সৃষ্টি করা দরকার ছিল, সেটা সৃষ্টি করা সম্ভব হয়নি। বরং লকডাউনে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, কষ্ট পাচ্ছে, অনেকে খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন।’

‘দিন আনে দিন খায়’ মানুষ কোনো রকমের সহযোগিতা পাচ্ছে না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ইনফরমাল সেক্টর তো এমনিতেই তারা ছোট ছোট পুঁজি নিয়ে কাজ করে। দুই বার লকডাউনের ফলে এই ক্ষুদ্র মানুষগুলো তাদের পুঁজি হারিয়ে ফেলেছে, তারা নিঃস্ব হয়ে গেছে, পথে বসে গেছে।’

করোনাভাইরাস নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শ কমিটির কারফিউ জারি পরামর্শ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি, কারফিউ জারিটা কোনো সমাধান নয়। এই লকডাউনেও যদি সঠিকভাবে সাধারণ মানুষের অর্থের ব্যবস্থা করতে না পারেন এবং তাদের খাদ্যের ব্যবস্থা করতে না পারেন, তাহলে ওই অপরিকল্পিত লকডাউনও তো সঠিক সমাধান আনতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি ব্রিটেনের খবর জানি, যুক্তরাষ্ট্রের খবর জানি, যারা ছোট ছোট রেস্টুরেন্ট চালান, ইনফরমাল সেক্টর যেগুলো আছে এরা কিন্তু সবাই আগেই প্রণোদনা পেয়ে গেছে। অর্থাৎ মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রণোদনা পেয়ে যায়, ফলে তাদের ওখানে যারা কাজ করে তারা বেতন পেয়ে যায়, যারা মালিক তারাও ভালো একটা অর্থ পায়।’

জেলার সব হাসপাতালে সাংবাদিকদের করোনা সংক্রান্ত কোনো তথ্য না দিতে যে সার্কুলার জারি করা হয়েছে তার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ধরনের সার্কুলার প্রমাণ করে যে, সরকার প্রকৃত তথ্য গোপন করছে এবং করতে চায়। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সরকার প্রকাশিত সংখ্যার চাইতে অনেক বেশি। এই ধরনের তথ্য গোপনের প্রচেষ্টা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্র পরিপন্থি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর