শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ২০ জুলাই


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ জুলাই, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সৌদি আরবের আকাশে গতকাল শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে আগামীকাল রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। আগামী ১৭ জুলাই (৭ জিলহজ) থেকে ২১ জুলাই (১১ জিলহজ) পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পর দিন হয় বাংলাদেশে। সে হিসাবে আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সৌদি আরবের মাত্র ৬০ হাজার মুসল্লিকে হজ পালনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে ৬০ হাজার মুসল্লির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর