শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু



প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :১০ জুলাই, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার ৮টা পর্যন্ত) ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের চারজন, পাবনার একজন, জয়পুরহাটের একজন ও চুয়াডাঙ্গার একজন।এ নিয়ে গত দশ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন ১৭১ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়। মৃত ১৪ জনের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। অন্য আট জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের মধ্যে পুরুষ ৯ ও নারী পাঁচজন। বেশিরভাগ মৃতের বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর