শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ জুলাই, ২০২১ ১২:৩০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন উপজেলার ও ২ জন নগরীর বাসিন্দা। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩৬ জন আর বিভিন্ন উপজেলার ১৬৭ জন।

আজ শনিবার (১০ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবারের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গতকাল করোনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৭৮৩ জনের।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৭৫৭ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর