শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

খুলনা বিভাগে একদিনে ৪৬ জনের মৃত্যু



প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :১০ জুলাই, ২০২১ ২:২৬ : অপরাহ্ণ

খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৪ জন এবং মেহেরপুরে ও নড়াইলে দুজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৭২ জনের।

আজ শনিবার (১০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (৯ জুলাই) সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এই বিভাগে এখন মোট মৃত্যু দেড় হাজার ছাড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনা জেলায় ১৬১, বাগেরহাটে ১২, সাতক্ষীরায় ৩৭, যশোরে ২৫১, নড়াইলে ৩১, মাগুরায় ২৫, ঝিনাইদহে ৩১, কুষ্টিয়ায় ১৭৬, চুয়াডাঙ্গায় ৭ এবং মেহেরপুরে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর